Nabadhara
ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু !

MEHADI HASAN
মে ২২, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনুপ কুমার দেউরি(৩৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।শনিবার (২২ মে) সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দীঘিরজান গ্রামে ঘটনাটি ঘটেছে ।নিহত অনুপ কুমার দেউরি ওই গ্রামের মৃত নরেন্দ্র নাথ দেউরির ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে,তিনি ওই দিন সকালে পার্শ্ববর্তী সুশান্ত মিস্ত্রীর বাড়িতে ফার্নিচারের মিস্ত্রী হিসাবে কাজ করতে যান। সেখানে তিনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হন।প্রত্যক্ষদর্শী সুশান্ত মিস্ত্রীর স্ত্রী শিখা মিস্ত্রী নবধারা কে জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি কাজ করতে আসেন।বিদ্যুতে কাঠ সাচার মেশিন দিয়ে কাঠ সাচতে ঘর থেকে বিদ্যুতের লাইনের জন্য তার টানেন।এ সময় তিনি বুকে বিদ্যুতের তার স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে পড়ে যান।আমার স্বামী সুশান্ত মিস্ত্রী এ সময় বাড়িতে না থাকায় আমি ওই অবস্থা দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক অশেষ প্রতীম রায় তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় নবধারা কে জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।থানা ইনর্চাজ (ওসি)শেখ আস্ররাফ জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।