নবধারা ডেস্ক
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনার ৫ দিন পর নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গোপালগঞ্জ সদর উপজেলায় আসামী হলেন যারা,১। শেখ ফজলুল করিম সেলিম, পিতা-শেখ নুরুল হক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামলীগ, গোপালগঞ্জ। ২। এস.এ মান্নান কচি (৬২), সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামীলীগ, পিতা- মৃত রত্তন সরদার, সাং- বাবুরগাতি, থানা- গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। ৩। মাহবুব আলী, সভাপতি আওয়ামীলীগ, গোপালগঞ্জ জেলা। ৪। জি.এম সাহাবুদ্দীন আজম, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, গোপালগঞ্জ জেলা।৭। মৃনালকান্তি রায় (৫৬), পিতা- সুঠন্য রায় চৌধুরী, সদস্য গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ।১৬। আবু ছিদ্দিক, পিতা- অজ্ঞাত, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ সদর উপজেলা গোপালগঞ্জ। ১৭। গোলাম কবীর, পিতা- অজ্ঞাত, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগ, গোপালগঞ্জ, ১৮। আলিমুজ্জামান বিটু, পিতা-মৃত আলমগীর হোসেন, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ পৌর গোপালগঞ্জ। ১৯। আনোয়ার হোসেন মুন্সি, পিতা- আবদুল শহীদ মুন্সি,২৫। ফয়সাল কবির কদর, পিতা-টুকু মোল্লা সাবেক চেয়ারম্যান গোবরা ইউনিয়ন। ২৬। আরিফুর রহমান টুটুল (৫০), পিতা-মৃত শেখ রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান গোবরা ইউনিয়ন। ২৭। জাফর হোসেন কালু (৫৫), পিতা-মৃত হানিফ মোল্লা, চেয়ারম্যান, লতিফপুর ইউনিয়ন।৩০। আহম্মেদ আলী মিনা ② দুলু (৫৫), পিতা-মৃত আঃ খালেদ মিনা, সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এদের প্রত্যক্ষ নির্দেশে এবং হুকুমে আসামী ৩১। আমীন মোল্লা (৪০), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩২। শামীম মোল্লা (৪৫), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩৩। মতিন মোল্লা (৩৫), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩৪। রেদওয়ান মোল্লা (৩২), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ।৩৬। রাজু খান (২৮), পিতা- মৃত ইমতিয়াজ আলী খান, যুগ্ম সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, সাং- ঘোষেরচর উত্তর পাড়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৩৭। সোহেল খাঁ (৩৫), আজমাইন শেখ, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৩৮। পাপ্পু (৩৫), পিতা-অজ্ঞাত, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৩৯। সামাদ (৩২), পিতা-কামরুল, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪০। ইউসুফ (৩০), পিতা-কামরুল, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪১। কামরুল ফকির (৫০), সাবেক মেম্বার, পিতা-অজ্ঞাত, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪২। ইমরান চৌধুরী (৫৫), পিতা-অজ্ঞাত, সাধারণ সম্পাদক, গোবরা ইউ, আওয়ামীলীগ, ৪৩। মারুফ চৌধুরী (৩৫), পিতা-ইমরুল চৌধুরী, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৪। নোওশাদ মুন্সী (৫৫), পিতা-অজ্ঞাত, ভাটিয়াপাড়া, ৪৫। সোহাগ মোল্লা (৩০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৬। ইয়ার আলী মোল্লা (৫০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৭। বাধন চৌধুরী (৩৫), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৮। ইমন চৌধুরী (২৫), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৯। চয়ন চৌধুরী (৩০), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫০। মুর্শিদ চৌধুরী (৩৫), পিতা-মুরাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫১। মুসা কালিমুললাহ লিমন (৩৫), পিতা-অজ্ঞাত, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, নিলারমাঠ, সদর থানা, গোপালগঞ্জ, ৫২। নাঈম শেখ (৩০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫৩। সুমন শেখ (৩০), পিতা-অজ্ঞাত, পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৪। শোয়েব আলী (৫৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৫। বাবুল মোল্লা (৪০), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৬। সজল মোল্লা (৩৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৭। তাইজুল মোল্লা (৩৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৮। আল আমীন শেখ (৩০), পিতা- জিকু শেখ, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫৯। আরাফাত মোল্লা (৩০), পিতা-অজ্ঞাত,।গোবরা ২নং ওয়ার্ড ইউপি মেম্বার। ৬০। ইমন মৃধা (৩০), পিতা-সাজ্জাদ মৃধা, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ। ৬১। শরীফুল মোল্লা, পিতা-লায়েক মোল্লা, গ্রাম-চরপাথালিয়া, থানা ও জেলা-গোপালগঞ্জ। ৬৩। দবী শেখ, পিতা-হাফেজ শেখ, ৬৪। বাবু মোল্লা, পিতা-শোয়েব মোল্লা, গ্রাম-অজ্ঞাত, ৬৫। শের আলী মোল্লা, পিতা-শফি মোল্লা, ৬৬। ফিরোজ মোল্লা (৫০), পিতা- রাজ্জাক মোল্লা, গ্রাম-চর পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ ৬৭। নওশের মোল্লা, পিতা-আবু বকর, গ্রাম-অজ্ঞাত, ৬৮। শরীফুল মোল্লা, পিতা-ইস্কান্দার মোল্লা, ৬৯। মঞ্জুর মোল্লা, পিতা- কাশেম মোল্লা, গ্রাম-পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ,৭১। আরাফাত শেখ (৩০), পিতা-ওয়াহাব আলী শেখ, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ।৭৫। সারজিল শিকদার (২৫), পিতা-সাইফুল শিকদার, সভাপতি, ছাত্রলীগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৭৬। নজরুল ইসলাম হিরা (৪০), সাবেক ভিপি, গোপালগঞ্জ সরকারী কলেজ, পিতা-মোঃ রফিক। ৭৭। অরিক রহমান (৩৫), পিতা-জাহিদুর রহমান, বাজার রোড, গোপালগঞ্জ। ৭৮। দিদার শেখ (৩৫), পিতা-আজমাইন শেখ, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৭৯। ইউসুফ খান (৩৫), পিতা-কামরুল খান, গ্রাম-দক্ষিণ গোবরা, সদরথানা, গোপালগঞ্জ, ৮০। রনি চৌধুরী (৪৫) পিতা- গঞ্জের চৌধুরী, দক্ষিণ গোবরা, থানা- সদর থানা, গোপালগঞ্জ। ৮১। রিপন মোল্লা (৩২), পিতা-অজ্ঞাত, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮২। অনিক মোল্লা (৩০), পিতা-জাকির মোল্লা, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮৩। জামাল মোল্লা (২৮), পিতা-অজ্ঞাত, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮৪। জাহাঙ্গীর শেখ (৩৬) পিতা-এনায়েত শেখ, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৫। আলমগীর শেখ (৪০), পিতা- এনায়েত শেখ, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৬। ফিরোজ মোল্লা (৫০), পিতা-রাজ্জাক মোল্লা, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৭। রাজিব মোল্লা (৩৮), পিতা-অজ্ঞাত, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৮। ঝুনু মোল্লা (৪৫), পিতা- আকা মোল্লা, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৯। আমিন সরদার (৩২), পিতা-হাবিল সরদার, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৯০। নিউটন মোল্লা (২৮), পিতা- শাহাদাত হোসেন মোল্লা, সভাপতি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৯১। আমির হামজা (২৫), পিতা- হানিফ কাজী, সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৯২। মফিজ মোল্লা (৫০), পিতা-বাকাদ্দেছ মোল্লা, গ্রাম-চরবয়রা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৩। মারফত মোল্লা (৩৮), পিতা-বাকাদ্দেছ মোল্লা, গ্রাম- চরবয়রা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৪। মফিজ শেখ (৩৬), পিতা- রেজাউল শেখ, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৫। আরিফিন মোল্লা, পিতা-আকরাম মোল্লা, শ্রমীকলীগ নেতা- ঘোনাপাড়া, গোপালগঞ্জ, ৯৬। রহমান মোল্লা, পিতা-দুদু মিয়া, কৃষকলীগ নেতা, গোপালগঞ্জ, ৯৭। রমজান মোল্লা, পিতা-আকরাম মোল্লা, ছাত্রলীগ নেতা, গোপালগঞ্জ, ৯৮। নিজাম মৃধা, পিতা-আবুল মৃধা, শ্রমীকলীগ নেতা গোপালগঞ্জ।১০৪। মোঃ আলিমুজ্জামান চৌধুরী (৫৮), পিতা- মৃত চৌধুরী বাকা মিয়া, সাং- গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৫। সিজার শেখ (৩৬), পিতা- মৃত ইঙ্গু শেখ, সাং- দক্ষিণ গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৬। সিহাব মোল্লা (৩২), পিতা- ছত্তার মোল্লা, সাং- দক্ষিণ গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৭। আশরাফ মোল্লা ওরফে শের আলী মোল্লা (৪৭), পিতা- মৃত শফিউদ্দিন মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৮। মোহাম্মদ মফিজুর রহমান (৩৩), পিতা- মৃত রোকন উদ্দিন, সাং- নিলফা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৯। বদর আলী (৩০), পিতা- ইকরাম মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা।গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১১০। নিয়ামত মোল্লা (২৫), পিতা- একরাম মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১১৪। মিজানুর রহমান লাভলু (৫০), পিতা- মৃত হাজী ইদ্রিস আলী শিকদার, সাং- উত্তর গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।১১৭। জানে আলম (৩০), পিতা-অজ্ঞাত, ভাটিয়াপাড়া, সদর থানা, গোপালগঞ্জ। ১১৮। রাকিব মুন্সি (৩৩), পিতা-সৈয়দ মুন্সি, ম্যানেজার, জামান মার্কেট, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘মামলা রেকর্ড হয়েছে। মামলা হওয়ার আগেই আমরা সন্দেহমূলকভাবে ১২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। এজাহারের মধ্যে এদের কারো নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসাবে গণ্য করা হবে।’