কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ছাফয়ান মৃধা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ মে) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম নবধারা কে বলেন, শুক্রবার সকালে কেরামত মৃধা ছেলে ছাফয়ানকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি জামে মসজিদে কোরআন শরীফ পড়তে যান। এর কিছুক্ষণ পরে ছাফয়ান বাড়ির কথা বলে মসজিদ থেকে চলে আসে। কেরামত মৃধা কোরআন শরীফ পড়া শেষ করে বাড়িতে এসে ছেলেকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে মসজিদের পাশের একটি পুকুরে ছাফয়ানকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ছাফয়ানের মৃত্যু হয়েছে। নিহত শিশু ছাফয়ান মৃধা কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের কেরামত মৃধার ছেলে।