Nabadhara
ঢাকাবুধবার , ২ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠি‌তে ৬ ইউ‌পি পল্ট্রী খামা‌রি‌দের ক‌মি‌টি গঠন

MEHADI HASAN
জুন ২, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরূপকাঠী প্রতিনিধিঃ

স্বরূপকা‌ঠি উপ‌জেলা সন্ধা নদীর প‌শ্চিম পা‌ড়ে অব‌স্থিত ৬ ইউনিয়‌নের পল্ট্রী খামা‌রি‌দের নি‌য়ে ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। শাহ মোঃ না‌সির উ‌দ্দি‌নের সঞ্চালনায় ৫১ সদস্য বি‌শিস্ট ক‌মি‌টি মিয়ারহাট বাজার অ‌ডিট‌রিয়া‌মে ঘোষনা ক‌রেন মোঃ আজহারুল ইসলাম টুটুল।

সা‌বেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহআলম‌কে প্রধান উপ‌দেষ্টা ক‌রে ক‌মি‌টি‌তে জনাব তৈমুর রেজা কনক কে সভাপ‌তি, মোঃ আজহারুল ইসলাম টুটুল‌কে সি‌নিয়র সহ সভাপ‌তি করা হ‌য়ে‌ছে। এছাড়া সহ সভাপ‌তি‌ হি‌সে‌বে আ‌ছেন মোঃ‌ সি‌দ্দিকুর রহমান, মোঃ আলমগীর হো‌সেন, মোঃ হুমায়ুন ক‌বির চান, মোঃ সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ, মোঃ মহা‌সিন মিয়া, মোঃ আব্দুস সালাম ও মোঃ রাজ্জাক আহ‌ম্মেদ।

শাহ মোঃ না‌সির উ‌দ্দিনকে সাধারণ সম্পাদক ক‌রে যুগ্ন সাধারণ সম্পাদক‌ হি‌সে‌বে আ‌ছেন এ সংগঠ‌নের অন্যতম উ‌দ্দোক্তা মোঃ মাসুম মিয়া। এছাড়া মোঃ মাসুম বিল্লাহ ইমন ও মোঃ নজরুল ইসলামও র‌য়ে‌ছেন যুগ্ন সাধারণ সম্পাদক হি‌সে‌বে। দপ্তর সম্পাদক আঃ র‌হিম মাস্টার ও তার সহ দপ্তর সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান। কোষাদক্ষ মোঃ শা‌হিন ব্যাপারী এবং সহ কোষাদক্ষ হি‌সে‌বে ক‌মি‌টি‌তে আ‌ছেন মোঃ লিটন মিয়া।

এ সময় পল্ট্রী মুরগীর ডিম ও মাংস উৎপাদনকা‌রী ব্যবসায়ীরা স্বরূপকা‌ঠির মিয়ারহাট ইন্দুরহাট বাজা‌রের ম‌ুরগীর খাবার ব্যবসায়ী ও ডিম বি‌ক্রেতা‌দের কা‌ছে জি‌ম্মি র‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন।

তারা ব‌লেন, উপ‌জেলা প্রানী সম্পদ অ‌ফিস আমা‌দের‌কে চে‌নেনা। প্রানী সম্পদ অ‌ফিস থে‌কে নদীর প‌শ্চিম পা‌ড়ের ৬ ইউনিয়‌নের খামা‌রি‌দের কো‌নো ধর‌নের সহ‌যো‌গিতা করা হয়না ব‌লেও তারা অ‌ভি‌যোগ ক‌রেন। ‌বে‌শি দা‌মে খাবার ক্রয় ও উৎপা‌দিত ডিম অন্য উপ‌জেলার চাই‌তে কম দা‌মে বিক্রয় কর‌তে আমা‌দের‌কে বাধ্য করা হচ্ছে প্র‌তি‌দিন।‌ কিন্ত এ ব্যাপা‌রে সং‌শ্লিষ্ট প্রশাসন বাজার ম‌নিট‌রিং না করায় আমরা জি‌ম্মি হ‌য়ে প‌ড়ে‌ছি।

তারা আরো ব‌লেন, এসময় সমস্যা সমাধানক‌ল্পে ও সরকা‌রি সকল সু‌বিধার নায্য বন্ঠন প্রাপ্তীর ল‌ক্ষেই ৬ ইউ‌পির ফার্ম ব্যবসায়ী‌দের এক‌ত্রিত হ‌য়ে এ ক‌মি‌টি গঠন করা।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।