শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ৭জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ৩৪ জনকে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। উপস্থিত ছিলেন, প্রাণী সম্পাদ কর্মকর্তা মো: আহমেদ ইকবাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত- আল- মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ এস,এম শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ শেখ মোঃ আজগর আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন প্রমুখ।