জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিবেটিং ক্লাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। নব্য কমিটির সভাপতি হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মোসাঃ মিতু মনি ও সাধারণ সম্পাদক হয়েছেন ৫১ ব্যাচের শিক্ষার্থী আরিয়ান কবির।
শুক্রবার বিকাল ৬ টার দিকে ২য় ডিএফ আই বর্ষপূর্তি,নবীন বরণ এবং অন্ত:বিভাগ বির্তক-২০২৫ এর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) তানিয়া, সহ-সভাপতি (বিতর্ক) হুমায়রা আক্তার,যুগ্ম- সাধারণ সম্পাদক (বাংলা) প্রতীতি তৌফিক মেধা,যুগ্ম- সাধারণ সম্পাদক (ইংরেজি) মুবতাসিম ফুয়াদ অম্লান,যুগ্ম- সাধারণ সম্পাদক (যোগাযোগ) মনিরা আক্তার,সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম,অর্থ সম্পাদক সূচি, অনুষ্ঠান সম্পাদক তালহা,দপ্তর সম্পাদক হুমায়রা হক ইফতু,প্রচার ও প্রকাশনা সম্পাদক পরশ,শিক্ষা ও গবেষণা সম্পাদক নিয়াজ,তথ্য ও যোগাযোগ সম্পাদক আঙ্গুর।এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন আঁখি,জয়, সালমান।