Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ০২

MEHADI HASAN
জুন ৯, ২০২১ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মো: জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া শেখ পাড়া এলাকা থেকে মোঃ মাফুজার জমাদ্দার (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরদিকে একই অভিযানে জয়পুর এলাকা থেকে মতিয়ার রহমান (২৭) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

(বুধবার) ৯ জুন রাত ১ :৩০ টায় ও সকালে তাদেরকে আটক করা হয়। আটকটকৃত মাফুজার জমাদ্দার লাহুড়িয়া গ্রামের আনছার জমাদ্দারের ছেলে এবং মতিয়ার জয়পুর গ্রামের আলম সরদারের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম ও এএস আই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে উপজেলার লাহুড়িয়া শেখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মাফুজার জমাদ্দারকে তার নিজ বসতভিটা থেকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং একই দিনে সকালে উপজেলার জয়পুর এলাকা থেকে মতিয়ার রহমান কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম এই প্রতিবেদক কে জানান, আটককৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।