এমদাদুল হক, নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। হিমাগারের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার টন টমেটো। ফলে উৎপাদন খরচটুকুও তুলতে পারছেন না স্থানীয় কৃষকরা।
টুঙ্গিপাড়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ টমেটোতে ভরে আছে। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক টমেটো পচে যাচ্ছে। বাধ্য হয়ে পানির দরে টমেটো বিক্রি করতে হচ্ছে কৃষকদের।
স্থানীয় কৃষক রহিম মিয়া জানান, “এ বছর টমেটোর ফলন ভালো হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় আমরা খুব বিপদে আছি। টমেটো পচে যাচ্ছে, তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।”
আরেক কৃষক সালেহা বেগম বলেন, “আমরা অনেক কষ্ট করে টমেটো চাষ করি। কিন্তু সংরক্ষণের অভাবে আমাদের সব পরিশ্রম পণ্ড হয়ে যায়। সরকার যদি আমাদের জন্য হিমাগারের ব্যবস্থা করত, তাহলে আমরা অনেক উপকৃত হতাম।”
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম জানান, টুঙ্গিপাড়ায় চলতি বছরে ১৩৪ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৫০০ টন। টুঙ্গিপাড়ায় টমেটোর ফলন ভালো হলেও হিমাগারের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি কর্মকর্তা বলেন,এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                