Nabadhara
ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী চঞ্চল আটক

মো.জিহাদুল ইসলাম,(কালিয়া)নড়াইল 
এপ্রিল ৯, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম,(কালিয়া)নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী চঞ্চল মোল্যা(৩৫) কে আটক করেছে সেনাবাহিনী।

 

বুধবার (০৯ মার্চ ) সন্ধ্যা ৬ টার দিকে পুরুলিয়া গ্রাম হতে তাকে আটক করা হয়।  আটক চঞ্চল মোল্যা আনিচ শেখ গ্রুপের প্রধান সহযোগী ও পুরুলিয়া গ্রামের ভাংচুর মামলার ৮ নং আসামী।

 

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৩১ শে মার্চ (ঈদের দিন) গোয়েন্দা সূত্র হতে কালিয়া আর্মি ক্যাম্পে ফোন করে জানানো হয়  আনিস শেখের গ্রুপ এবং কোবাদ মেম্বার গ্রুপ ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। খবর পেয়ে সেনাবাহিনী টহল দল উক্ত এলাকায় দ্রুত গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরের ১ লা এপ্রিল আনিস গ্রুপের লোকজন কোবাদ মেম্বারের লোকজনদের বাড়িঘর ভাঙচুর  এবং লুটপাট করে । অতঃপর  কোবাদ মেম্বার গ্রুপের পক্ষ হতে ইমরুল কাজী বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা করেন।

 

পরবর্তীতে আসামীরা পলাতক থেকে  প্রতিনিয়ত তাদের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্নি সংযোগের ভয় দেখিয়ে আসছে। এদিকে আসামী ধরতে পুলিশ এবং সেনাবাহিনী টহল অব্যাহত থাকে।

 

০৯ এপ্রিল  দুপুর ২টার দিকে পুরুলিয়া গ্রামের মিনারা খাতুন নামে জনৈক মহিলা  সেনাবাহিনীর ক্যাম্পের অভিযোগ নাম্বারে ফোন করে বলেন আনিস শেখের গ্রুপ তাকে এবং তার মেয়েকে ঘরের মধ্যে বন্দী করে আগুন জ্বালিয়ে দিবে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই মহিলা এবং মেয়েকে বাড়ি হতে উদ্ধার করে। তাদের কাছ থেকে আসামিদের অবস্থান  জেনে আসামীদের বাড়ি  তল্লাশি করে চঞ্চল মোল্লাকে আটক করে এবং উজ্জ্বল মোল্লা পালিয়ে যায়। আটক চঞ্চল মোল্যাকে সেনাবাহিনী টহল দল কালিয়া থানায়  হস্তান্তর করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।