1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু সকাল ৯টায়

নবধারা ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৫ জন নিউজটি পড়েছেন।

আগামীকাল ১৪ এপ্রিল সোমবার, বাংলা নববর্ষ-১৪৩২। দিকটিকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘আনন্দ শোভাযাত্রা’ সকাল ৯টায় শুরু হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আনন্দ শোভাযাত্রার সময় জানানো হয়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে এই শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

সেখানে সমতল, পাহাড়ি থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ব্যান্ড, বাউল, মূলধারার শিল্পীগোষ্ঠী, নারী ফুটবলার, ঘোড়ার গাড়ি, রিকশার র‍্যালি থাকবে। সেই সঙ্গে সম্মুখভাগে পুলিশ বাহিনীর আটটি সুসজ্জিত ঘোড়ার সারি থাকবে।

র‍্যালি চলাকালে বাংলামোটর, বারডেম হাসপাতাল, আজিজ সুপার মার্কেট, মৎস্য ভবন এই চারটি রাস্তা বন্ধ থাকবে। নীলক্ষেত ও পলাশির পথ খোলা থাকবে। শোভাযাত্রা শেষে রাস্তা খুলে দেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যালির দুই পাশে অবস্থান নেবে। পাশ দিয়ে ঢোকা বন্ধ থাকবে র‍্যালি চলাকালে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে মেট্রোর টিএসসি স্টেশন বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিকেল ৫টার পর ক্যাম্পাসের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে। শুধু বেরিয়ে যাওয়ার পথ খেলা থাকবে।

প্রসঙ্গত, ১৯৮০-এর দশকে সামরিক শাসনের প্রতিবাদে শুরু হওয়া এই শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION