আকাশ তাফালী, নবধারা
টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এ সময় শিক্ষার্থীদেরকে বর্ণিল সাজে অংশগ্রহন করতে দেখা গেছে।
এছাড়াও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা আক্তার রোজীর নেতৃত্বে শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ নেন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার চত্তর হয়ে পুনরায় একই জায়গায় শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিনা আক্তার রোজী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,নতুন বছরে সকলে মিলে একসাথে কাজ করতে হবে এবং এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে হবে।