Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে কিশোরী নিখোঁজ

জেলা প্রতিনিধি,মাদারীপুর
মে ৪, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,মাদারীপুর

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক কিশোরী।

 

 

শনিবার (৩ মে) বিকেলে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

জান্নাতুল আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল।

 

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফুপুর বাড়িতে বেড়াতে যায় জান্নাতুল। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় পাড়েই গোসল করছিল জান্নাতুল। একপর্যায়ে নদীর ঢেউ ও স্রোতের টানে তারা দুজনই ভেসে যায়। ছোট বোন তাবাসসুম জান্নাতুলকে ধরে রাখতে চেষ্টা করলেও পারেনি। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।

 

 

স্থানীয় বাসিন্দা কালু সরদার বলেন, তাবাসসুম এসে জানায় জান্নাতুলকে স্রোত টেনে নিয়ে গেছে। সে ধরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি।

 

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, বিকেল ৪টা থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কাজটি কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মেয়েটি অনেক দূরে চলে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।