Nabadhara
ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ২য় পর্যায়ে ৫০টি আশ্রয়হীন পরিবার পেলেন স্বপ্নের ঘর

MEHADI HASAN
জুন ২০, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী : 

বাগেরহাটের চিতলমারীতে মুজিব জন্ম শতবর্ষে  জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন উপজেলার ৫০টি আশ্রয়হীন ভূমিহীন ও গৃহহীন পরিবার । এ যেন এক আবেগ ভেজা সিক্ত পরিবেশ।এতদিন যাদের নিজের জায়গা ছিলনা , ছিলনা মাথা গোজার একটু ঠিকানা। আজ থেকে তারা জমিসহ নান্দনিক ঘরের মালিক।
আজ রবিবার  (২০ জুন) সকাল সাড়ে ১০টায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩শ’ ৪০টি পরিবারকে দৃষ্টিনন্দন এ বসত ঘর উপহার হিসেবে প্রদান করেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো:লিটন আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে  ৫০টি ভূমিহীন ও গৃগহীন পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।।এসময় কখনোও আনন্দ আবার কখনও সিক্ত পরিবেশের সৃষ্টি হয়। তারা এই ঘর পেয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে  উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা,উপজেলা স্বস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, থানা পরিদর্শক (তদন্ত ) মো: ইকরাম হোসেন, শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ মন্ডলসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।