Nabadhara
ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রধানমন্ত্রীর উপহার ৬০ পরিবারকে জমিসহ ঘর প্রদান উদ্বোধন

MEHADI HASAN
জুন ২০, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাটেও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ জুন রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২য় পর্যায় ৫৩’হাজার ৩’শত ৪০’টি ভূমিহীন ও গৃহীন পরিবারকে ২শতক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মোল্লাহাটের ৬০টি পরিবারকে কবুলিয়, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ ও ঘরের চাবি প্রদান করা হয়।

প্রধান মন্ত্রী কর্তৃক উদ্বোধনের সাথে সাথে মোল্লাহাটের ৬০টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা অফিসার ইনচাজ (ওসি) কাজী মোঃ গোলাম কবীর, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, শেখ রেজাউল কবীর, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও উপকারভোগী গণ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় উপকারভোগীদের মাঝে কাহালপুর গ্রামের আলাল মিয়া বলেন, তার নিজস্ব কোন জমি বা বসতী না থাকায় দীর্ঘদিন ধরে খালের পাড়ে অতি কষ্টে বসবাস করছেন। তিনি ঘুরে ঘুরে ঝাল-মুড়ি বিক্রি করেন। এখন সারাদিন কষ্টের পর প্রধানমন্ত্রীর উপহার নিজের বাড়িতে থাকবো….এর চেয়ে খুশির আর কি আছে ? আমি দোয়া করি প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হোক। প্রধানমন্ত্রী ভালো থাকলে আমার মতো অসহায় আরো যারা আছে তারাও নিজের বাড়ি পাবে। এ রকম অভিমত প্রকাশ করেন আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।