মো: জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ শাহাজাহান মোল্যা (৬৫) কে ৫টি গাঁজা গাছসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ২১ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: শাহজাহান মোল্যা ওই গ্রামের মৃত মোহাম্মদ মোল্যার ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সদর উপজেলার উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহজাহান মোল্যার নিজ বসত ভিটা থেকে ৫টি অবৈধ গাঁজা গাছসহ আটক করেন।
এ বিষয়ে এ এস আই মাহফুজুর রহমান নবধারা কে বলেন, গ্রেফতার পূর্বক আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।