Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালতে কালিয়ায় অবৈধ্য ক্যাবল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মালামাল জব্দ

MEHADI HASAN
জুন ২৩, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে ১৫ বছর যাবৎ অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার অপরাধে আনোয়ার সাদত (৪০) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। আনোয়ার সাদত উপজেলার শীতলবাটি গ্রামের মোঃ আঃ কাবেজ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আনোয়ার সাদত দীর্ঘ ১৫ বছর যাবৎ অবৈধ ডিশ সংযোগ পরিচালনা করে আসছিল। নিয়ম অনুযায়ী লাইসেন্স ছাড়া এক জেলার নেটওয়ার্ক অন্য জেলায় চালানো যাবেনা। কিন্তুআনোয়ার সাদত প্রভাবশালীদের ছত্রছায়ায় খুলনা ভিশনকে অবৈধভাবে এলাকায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তার স্বপক্ষে যুক্তিসংগত কোন কাগজ দেখাতে না পারায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৪(১) ও ২৮(২) ধারা অপরাধে সাব্যস্ত হওয়ায় জরিমানা আদায় পূর্বক একটি নুড ও একটি ট্রান্সমিটার জব্দ করার পাশাপশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৪(১) ও ২৮(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা আদায় পূর্বক একটি নুড ও একটি ট্রান্সমিটার জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।