Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় লাবনী আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবনী ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী এবং নীলফামারী সদর উপজেলার বেতলাগাড়ী ইউনিয়নের মোস্তাকিমের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

পরিবারের বরাতে জানা গেছে, সকালে পরিবারের লোকজন জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাবনীর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসার জীবনে বিভিন্ন সময়ে দাম্পত্য কলহের কারণে একাধিকবার বাবার বাড়িতে চলে যান গৃহবধূ। সর্বশেষ ২০ দিন আগে লাবনী নিখোঁজ ছিলেন। ওই নিখোঁজের ঘটনায় গত রবিবার (১৩ জুলাই) এলাকায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি আপোষে মীমাংসা হয় এবং তিনি স্বামীর বাড়িতে ফেরত আসেন। আর এর পরদিনই এমন ঘটনা ঘটলো।

এ বিষয়ে নিহতের স্বামী ছাইদুল ইসলাম বলেন, “এর আগে ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার লাবনী বাবার বাড়ি চলে গিয়েছিল। আমি উত্তরা ইপিজেডে চাকরি করি। সকালে কাজে যাওয়ার আগে তার সঙ্গে কথা হয়েছিল। সে কেন এমন করলো, কিছুই বুঝতে পারছি না।”

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।