Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধানের বীজ ও সার পেলেন কালিয়ার কৃষক

MEHADI HASAN
জুন ২৯, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ২৯ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কালিয়া উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ সুবির কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস নবধারা কে বলেন, ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হলো। এরমধ্যে, ২০০ কৃষকের মাঝে প্রতিজনে ৫ কেজি করে উফসী জাতের ধানের বীজ (ব্রি ধান ৭৫,৮৭), ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয় এবং ৮শত কৃষকের মাঝে প্রতিজনে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ(এ জেড৭০০৬,মুক্তি ১), ২০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয়।

এ হিসেব মতে উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,হাজার কৃষকের মাঝে মোট ২,৬০০ কেজি ধানের বীজ ও ২৮হাজার কেজি রাসায়নিক সার বিতরণ করা হলো এবং ১৩৩ হেক্টর জমিতে রোপা আমনের চাষে ৩০হাজার ৩৮০ মেঃ টন চালের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।