রাকিব চৌধুরী ,নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অসহায় ও দুস্থ ৫০০ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ২৫০,০০০হাজার টাকা বিতরণ করেন-ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আলম তালুকদার ও ইউপি সচিব মোহন চন্দ্র মজুমদার।
ডুমুরিয়া ইউনিয়ন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান লকডাউনে থাকা অসহায়, দুস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ ৫০০টাকা হারে মোট ২৫০,০০০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় ইউনিয়নের ইউপি সদস্য রমজেদ সিকদারসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।