আশরাফুজ্জামান সরকার,পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় প্রজাতির মা-মাছ রক্ষা ও জলাশয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন ব্রীজ, কালভার্ট ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় তার সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু এবং পলাশবাড়ী থানার এসআই মাহফুজ।
জানা গেছে, আষাঢ়-শ্রাবণ মাসে দেশীয় নানা প্রজাতির মা-মাছ প্রজননের জন্য ডিম দিয়ে থাকে। এই সময়ে অবৈধভাবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মাছ আহরণ এবং ব্রীজ-কালভার্টের মুখে মাটি ও বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ ওঠে। এতে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজনন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করে বলেন, “বৃষ্টির পানি আটকে দেওয়ার কারণে আমাদের রোপা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।”
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, “অবৈধভাবে মাছ আহরণ এবং পানি আটকে ফেলার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আজ অভিযানে গিয়ে কয়েকটি স্থানে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”