Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে যুব দিবস পালন: নারী অংশগ্রহণে ইউএনও’র প্রশংসা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রগতি নির্ভর যুবশক্তি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদযাপন করা হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। সভাপতিত্ব ও শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ. এইচ. এম. তৌহিদুল্লাহ, বিরামপুর থানার উপপরিদর্শক মোঃ দুলু মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমী মানসিকতা দিয়ে দেশের অগ্রযাত্রায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন নারীদের এমন সক্রিয় উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুকুন্দপুর ইউনিয়নের ভবানীপুর মুন্সীপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমানকে ইলেকট্রনিক ও হাউজ ওয়্যারিং ব্যবসা সম্প্রসারণের জন্য ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।

ঋণ পেয়ে উদ্যোক্তা মোঃ আতিয়ার রহমান বলেন, “এই ঋণ আমার ব্যবসা এগিয়ে নিতে সহায়ক হবে। সরকারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করছে। আমি চেষ্টা করব এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আমার ব্যবসা আরও বড় করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।