সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ
১৯৩০ সালের ৩ আগস্ট কোটালিপাড়া দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন এই মেধাবী বাম রাজনীতিবিদ। কলসকাঠি বি এম একাডেমী থেকে মেট্রিক পাশ,বরিশাল বি এম কলেজ থেকে এই,এস,সি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি, এ ও মাস্টার্স পাশ করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলনে তিনি। লেখক হিসেবেও যথেষ্ট সুনাম ছিল তার। মানুষ সমাজ রাষ্ট্র, মা জন্মভূমি, বার্লিন থেকে মস্কো,স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই,আমার জীবনে ৭১ এর যুদ্ধ,আমার জবানবন্দী উল্লেখযোগ্য। দৈনিক আজাদ,দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ১৯৫৬ সালে ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সাংবাদিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে। রাজনৈতিক কারনে নির্মল সেনকে অনেক বার জেলে যেতে হয়েছে, তবুও তিনি দমে যাননি, জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন।
২০১৩ সালের আজকের দিনে তিনি ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।
বীর মুক্তিযোদ্ধা, বাম রাজনীতির পুরোধার প্রতি নবধারা পরিবারের বিনম্র শ্রদ্ধা ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।