Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল দিয়ে তিন দিনে ৯৪৫ টন চাল আমদানি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ২৮, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

ভারত থেকে তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। এর ফলে গত তিন দিনে মোট ৯৪৫ মেট্রিক টন চাল দেশে এসেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, গত তিনটি চালানে মোট ২৭টি ট্রাকে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি করেছি। ইতিমধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ কাস্টমস কার্যক্রম সম্পন্ন করছে। আরও কয়েকটি ট্রাক চালবোঝাই অবস্থায় বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে।

আমদানিকারকদের দাবি, সরকারের এ উদ্যোগে অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।