শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে বাগেরহাট ডিপি পুলিশের একটি বিশেষ টিম বড়বাড়িয়ার কাজিয়ার ভিটা মসজিদ এলকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ২৫০ পিস ইয়াবাসহ ওই এলাকার আক্তার উকিলের ছেলে হোসেন উকিলকে (৩২) গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বাগেরহাট ডিবি পুলিশের ওসি মোঃ রেজাউল করিম মুঠোফোনে নবধারা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যাবসায়ী হোসেন উকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় চিতলমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।