Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মণ্ডপে আজ বিদায়ের সুর, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার 
অক্টোবর ২, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার 

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে আজ বৃহস্পতিবার মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে বিদায়ের সুর। দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

 

গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পূজা শেষে আজ বিজয়া দশমী। এই দিনটির প্রধান আচার হলো বিসর্জন। তিন দিন আগে যে ঘট স্থাপন করা হয়েছিল, সেই ঘট নাড়িয়ে পুরোহিতেরা পূজা শেষ করেন। অশুভ শক্তির পরাজয়ে শুভ শক্তির জয়ের ধারা প্রতিফলিত হয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

 

এর সঙ্গে সামাজিকভাবে যুক্ত হয়েছে কিছু রীতি। এর মধ্যে অন্যতম হলো সিঁদুর খেলা, যার মাধ্যমে বিবাহিতা মহিলারা দেবী দুর্গার সঙ্গে নিজেদের আরও একবার একাত্ম করে নেন। আজ বিকেল থেকে প্রতিটি মন্দিরে বিবাহিতা মহিলারা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিদায় জানাবেন।

 

দেবী দুর্গা এবার গজে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।