Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ে পুলিশ প্রধানের পার্বতীপুর থানা পরিদর্শন, যাত্রীসেবা ও নিরাপত্তার আশ্বাস

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি, ১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সামগ্রিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতেই দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে রেলওয়ে পুলিশের প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

রেলওয়ে পুলিশের প্রধান মহোদয় স্টেশন চত্বর, যাত্রী প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার ও রেললাইন সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি, যাত্রীসেবার মান, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং যাত্রীদের অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম জোরদার, ট্রেন চলাচলের সময় নিরাপত্তা বলয় নিশ্চিত, স্টেশনের পরিচ্ছন্নতা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেন।

ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, রেলস্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। প্রতিদিন লাখো যাত্রী এই স্টেশনগুলো ব্যবহার করেন। তাদের নিরাপত্তা, স্বস্তি ও আস্থার জায়গা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। যাত্রীদের যেন নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশকে পেশাদারিত্ব, সততা ও জনসেবার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। জনগণের বিশ্বাস অর্জনই হবে পুলিশের সবচেয়ে বড় অর্জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।