Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে’

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এলআরবির প্রতিষ্ঠাতা এই শিল্পী। প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা।

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের এক পুরোনো ছবি শেয়ার করে নাবিলা জানান, কীভাবে কিংবদন্তি এই শিল্পী তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে, দ্য গিটার মায়েস্ট্রো।’

পোস্টে নাবিলা আইয়ুব বাচ্চুর সঙ্গে তার পরিচয়ের একটি স্মৃতি তুলে ধরেছেন। তিনি জানান, ২০০৭ সালে তোলা এই ছবিটি তার ‘ভোক্যাব’ অনুষ্ঠানের। সেখানেই আইয়ুব বাচ্চু তাকে দেখেন এবং খুঁজে বের করেন তার একক অ্যালবাম ‘রিমঝিম বৃষ্টি’-র প্রকাশনা অনুষ্ঠান উপস্থাপনা করানোর জন্য।

নাবিলা লেখেন, ‘একজন সাংবাদিক আমাকে খুঁজে বের করলেন এবং একজন কিংবদন্তির সাথে আমার পরিচয় হলো।’

অভিনেত্রী আরও উল্লেখ করেন, ‘আমার মনে হয় তিনি ছিলেন প্রথম অথবা অন্যতম একজন বড় তারকা, যিনি আমার কাজের প্রশংসা করেছিলেন, যা আমাকে অনুপ্রাণিত করেছিল এবং অনেক আত্মবিশ্বাস দিয়েছিল।’

গিটার মায়েস্ট্রোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাবিলা জানান, শুধু প্রশংসাই নয়, আইয়ুব বাচ্চু তার জন্য সুযোগও তৈরি করে দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘তিনিই আমাকে ২০১০ সালে লাইভ মিউজিকাল শো-এর জন্য সুপারিশ করেছিলেন এবং এলআরবি (LRB)-এর সাথে আমি আমার প্রথম মিউজিকাল লাইভ কনসার্ট করেছিলাম।’

সপ্তম প্রয়াণ দিবসে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ করে নাবিলা আরও লেখেন, ‘আজ আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।