নবধারা ডেস্ক
জুম্মার দিন ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতকে বহুবার স্মরণ করিয়েছেন।
হাদীস থেকে জানা যায়, জুম্মার দিন সকালে নবী করিম (সা.) গোসল করতেন, পরিষ্কার পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। তিনি সময়মতো মসজিদে যেতেন এবং খুতবা মনোযোগ দিয়ে শুনতেন।
এ দিন তিনি বেশি বেশি দরুদ পাঠ ও দোয়া করার পরামর্শ দিতেন। বিশেষ করে আসরের পর এক সময় আছে, যখন দোয়া কবুল হয়—এ সময়টিতে তিনি দোয়া করতে উৎসাহিত করতেন।
জুম্মার দিন সূরা আল-কাহফ পাঠ করাও নবী (সা.)-এর সুন্নত হিসেবে বর্ণিত হয়েছে। তিনি তাঁর সাহাবিদের এ দিনে দান ও ইবাদতে উৎসাহী হতে বলতেন।
সর্বপরি, জুম্মার দিন নবী করিম (সা.) ইবাদত, পবিত্রতা, দোয়া ও দরুদে নিজেকে ব্যস্ত রাখতেন এবং উম্মতকেও সেই পথে চলার তাগিদ দিতেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                