Nabadhara
ঢাকাসোমবার , ১৮ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় ছেলের দায়ের আঘাতে আহত হতভাগা গর্ভধারিনী মা

MEHADI HASAN
জানুয়ারি ১৮, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মায়ের নামে জমি থাকায় ছেলে ও তার স্ত্রীর নামে লিখে না দেওয়ায় মাকে দা দিয়ে কুপিয়ে বাম হাতের দুইটা আগুুল কেটেছে পাষন্ড ছেলে।আহত মা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মৃত শফিকুল সরদারের ছেলে হানিফ সরদার (৩৫) তার মায়ের নামে জমি থাকায় মা তাকে লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার (১৫ জানুয়ারী ) বিকালে হানিফ ও তার স্ত্রী আদরী বেগম পরস্পর যোগসাজসে মা খাদিজা বেগম (৬৫) সাথে কথা কাটাকাটির এক পর্ষায়ে দা দিয়ে কুপিয়ে বাম হাতের দুইটা আগুল কেটেছে ও লাঠি দিয়ে বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে ইতনা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন। পরে মা খাদিজা বেগমের শারিরীক অবস্থার অবনতি হলে গত গতকাল রোববার (১৭ জানুয়ারী) বিকালে আহত খাদিজা বেগমের মেয়ে গুলশানারা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এ ব্যাপারে মেয়ে গুলশানারা আরো জানান, অভিযুক্ত হানিফের নামে জমি লিখে না দেওয়ায় মাকে ইতিপূর্বেও কয়েক দফায় মারপিট করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার এসআই মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত হানিফকে আটকের চেষ্টাচলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।