Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে কৃষকদের মাঝে কৃষক দলের বরো ধান বীজ বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বরো ধান বীজ বিতরণ করেছে ফেনী জেলা কৃষক দল। বুধবার বিকেলে কোর্ট এলাকার পাশে উপজেলা কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় এ বীজ বিতরণ অনুষ্ঠান।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা কৃষক দলের নেতা শেখ আনোয়ার, নুর করিম এবং পৌর কৃষক দলের সভাপতি আহমেদ করিম তোতা মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষকদল নেতা আবু সায়েদ রুবেল, কৃষক মো. হানিফ, হাজী মাওলা, শাহাব উদ্দিন মেম্বার, দুলাল হোসেন, সৈয়দ নিজাম উদ্দিন ও আব্বাস উদ্দিন প্রমুখ।

এসময় দুই শতাধিক কৃষকের মাঝে উন্নতজাতের বরো ধান বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।