মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৭০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামের জনৈক মোঃ রবিউল ইসলাম ওরফে সাদ্দাম এর বাড়ীর পূর্ব পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি (১৮জানুয়ারি) সোমবার আনুমানিক রাত ৪ টায় অভিযান পরিচালনা করে সরসপুর গ্রামের আজিজুল হক শরীফের ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে সাদ্দাম (২৮) ও ডুমুরীয়া গ্রামের মোস্তফা ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির (২৫) কে ১৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                