Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জে আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের উদ্যোগে কাজির পয়েন্টস্থ সাবেক হুইপ মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামিম, অ্যাডভোকেট মকসুদুল হক জোহা, অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ, জিয়া উদ্দিন, মো. আমিরুল ইসলাম, কাইউম, উজ্জ্বল, ফিরোজ মিয়া, রাসেল মাহমুদ, শুভ মিয়া, নুরুল গণি প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট আনিসুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তাই জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসেবে সম্মান দিয়েছে। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা সবাই তার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আগামী নির্বাচনে জয়লাভ করে আবারো দেশ পরিচালনার সুযোগ দেন।”

দোয়া শেষে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।