নবধারা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর উদ্যোগে ৩ হাজার শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে শীতার্ত নারী পুরুষের হাতে কম্বল তুলে দেন আগ্রণী ব্যাংকের পরিচালক মঞ্জুরুল হক লাবলু।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদসদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সাবেক ছাত্র নেতা মুত্তাহিদুর রহমান ছিরু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থপক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।