Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিএসটিআইয়ের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত হঠাৎ অভিযানে দুইটি বেকারি ও দুইটি খাবার হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত জেমি বেকারিকে ১০ হাজার টাকা এবং মা–বাবার দোয়া বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত নিরিবিলি খাবার হোটেলকে ১ হাজার টাকা ও ক্লাসিক হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল। সার্বিক তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বলেন, “অফিস আদেশ অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।