বিনোদন ডেস্ক
এ প্রজন্মের নবাগত অভিনেত্রী নিশা হক অল্প সময়ের মধ্যেই টেলিভিশন নাটকে নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছেন। নিয়মিত কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে অভিনয়ে নিজস্ব অবস্থান তৈরি করছেন। সাবলীল অভিনয়, চরিত্রে মনোযোগ এবং ক্যামেরার সামনে স্বাভাবিক অভিব্যক্তি তাকে সমসাময়িক নবাগতদের ভিড় থেকে আলাদা করে তুলেছে।
নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য আসছে নিশা হক অভিনীত নতুন নাটক ‘উড়ে মন রোদ্দুরে’। নাটকটি রচনা করেছেন মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন জিনাত তামান্না।
নাটকটিতে নিশার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। আরও অভিনয় করেছেন কোহিনূর আলম, শেখ স্বপ্না, রবিউল মাহমুদ ইয়ং ও মিলি মুন্সিসহ অন্যান্যরা।
নাটকটি ৮ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
নাটকটি প্রসঙ্গে নিশা হক বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে শ্রীমঙ্গলে পাহাড়ে হাঁটাহাঁটি করে শুটিং শেষ করতে হয়েছে, যা ছিল বেশ চ্যালেঞ্জিং। মুরাদ পারভেজ ভাইয়ার লেখা গল্পে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। পরিচালক হিসেবে জিনাত তামান্না আপু ছিলেন ভীষণ সাপোর্টিভ। সহশিল্পী প্রান্তের সঙ্গে কাজের সময় অনেক খুনসুটির স্মৃতি রয়েছে। অসুস্থতা নিয়েও কাজটি শেষ করেছি। অভিনয়ের এই ছয় বছরের যাত্রায় বাবার অনুপ্রেরণা ও মা–বাবার প্রতি আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, থিয়েটার চর্চার মাধ্যমে নিশা হকের অভিনয়জীবনের সূচনা। ২০১৯ সালে সিনেমার অডিশনের মধ্য দিয়ে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। এ পর্যন্ত তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন—এর মধ্যে উল্লেখযোগ্য ‘নবাব এল এল বি’ ও ‘জলতরঙ্গ’। পাশাপাশি তিনি কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনচিত্রে। টেলিভিশন নাটকে নিয়মিত এই অভিনেত্রী এখন পর্যন্ত অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘না পাঠানো চিঠি’।

