Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোর ভূবন সামাজিক সংঘের সভাপতি মো: আহসান হাবিব শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোর ভূবন সামাজিক সংঘের সিনিয়র সহ-সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, কৃষি সম্পাদক মো: নাজমুল হক, অর্থ সম্পাদক মো: মিলন ইসলাম, প্রচার সম্পাদক মো: শামীম সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ও শম্ভুগাঁও গ্রামের শতাধিক দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও আলোর ভূবন সামাজিক সংঘ এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।