মোঃ মোঃ মিজানুর রহমান,কালকিনি ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি অবহিতকরন ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশন ভূমি মোঃ সাইফুল ইসলাম, কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল, ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নির্বাচন অফিসার দীপক বিশ্বাস, ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুর রহমান প্রমুখ।