Nabadhara
ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরুপকা‌ঠিতে পৌর পিতা হ‌লেন আওয়ামী লীগের জি এম ক‌বির

MEHADI HASAN
জানুয়ারি ৩০, ২০২১ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদঃ

পি‌রোজপুর জেলার নেছারাবাদ উপ‌জেলার স্বরুপকা‌ঠি পৌরসভার পৌর‌ পিতা নির্বাচন সম্পন্ন হয় আজ। নির্বাচ‌নে ১৪৯২১ ভোটা‌রের ম‌ধ্যে ভোট প্রদান ক‌রেন ১১২২৭ জ‌ন। বিপুল উৎসাহ উ‌দ্দিপনার ম‌ধ্যে শেষ হওয়া এ নির্বাচ‌নে ৩৯৫২ ভোট পে‌য়ে ২য় বা‌রের ম‌তো নগর পিতা নির্বা‌চিত হন নৌকা প্র‌তিক নি‌য়ে আওয়ামীলীগ ম‌নো‌নিত প্রার্থী জি এম ক‌বির।

তার প্র‌তিদ্বন্ধী আওয়ামীলী‌গের বি‌দ্রোহী প্রার্থী মাহমুদুর রহমান খান মোবাইল মার্কা নি‌য়ে ৩১৪৯ ভোট,না‌রি‌কেল গাছ প্র‌তিক নি‌য়ে বিএন‌পির বি‌দ্রোহী প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ১৯৯৪ ভোট, এছাড়া ধা‌নের শীষ প্র‌তিকে মোঃ শ‌ফিকুল ইসলাম ফ‌রিদ ৯৭৪ ভোট,আওয়ামীলী‌গের  আ‌রেক বি‌দ্রোহী প্রার্থী পৌর যুবলী‌গের সভাপ‌তি শি‌শির কর্মকার জগ প্র‌তি‌কে ৮৩৮ ভোট, লাঙ্গল প্র‌তি‌কে মোঃ আ‌নোয়ার হো‌সেন ৫১ ভোট পান ব‌লে জানান স্বরুপকা‌ঠি নির্বাচন অ‌ফিস।

এছাড়া সংর‌ক্ষিত আস‌নে ১,২ ও৩ নং ওয়া‌র্ডে মারজান ফের‌দৌস, ৪,৫ও৬ নং ওয়া‌র্ডে দিলারা বেগম এবং ৭,৮ ও ৯ নং ওয়া‌র্ডে না‌র্গিস জাহান নির্বা‌চিত হন বেসরকা‌রি ভা‌বে। এ‌দি‌কে কাউ‌ন্সিলর হি‌সা‌বে ১ নং ওয়া‌র্ডে ‌মিঠুন আচার্য অনুজ,২ নং সাখাওয়াত হো‌সেন সিপন,৩ নং এ মোঃ হেদা‌য়েতুল ইসলাম, ৪ নং এ মাসুদ রানা পলাশ,৫ নং এ অ‌হিদুজ্জামান,৬ নং এ মেজবাহ বুলবুল,৭ নং এ নুরুল ইসলাম ও ৯ নং এ শামীম হোসন ‌নির্বা‌চিত হন। এছাড়া ৮ নং ওয়া‌র্ডে একজন প্রার্থী মৃত্যু বরন করায়  নির্বাচন স্থ‌গিত রয়েছে।

নবধারা/ এমএইচ০০৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।