Nabadhara
ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিখোঁজের ২দিন পর ডোবা থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

MEHADI HASAN
নভেম্বর ৭, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ

কচুয়া উপজেলার চরটেংরাখালী গ্রামের একটি কলাবাগানের ডোবা থেকে মেহেদী হাসান (২৫) নামের একজন মাদ্রসার বিএ শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এলাকাবাসীর খবরের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ রবিবার(৭নভেম্বর) সকালে স্থানীয় জনৈক কাউসার সেখের কলাবাগানের মধ্যে ডোবা থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্দার করে। মেহেদী হাসান কচুয়া উপজেলার চরটেংরাখলী গ্রামের মো: মনির সেখের ছেলে ও ধোপাখালী ইউনিয়নের মাধপকাঠী আহম্মাদিয়া ফাজিল মাদ্রাসার বিএ শ্রেনীর তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি সে স্থানীয় নতুনহাট বাজারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো। মেহেদী হাসানের নতুন হাট বাজারে মোবাইল সার্ভিসিং এর ১টি দোকান ও আছে।

মেহেদীর পিতা মো: মনির সেখ নবধারা কে জানান,শুক্রবার রাতে এশার নামাজ শেষে রাত ৮টার দিকে মেহেদী তার মোবাইল ফোনে ফোন পেয়ে সে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হয়।২দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর রবিবার (৭ নভেম্বর) ভোরে কাওসার মাস্টারের বাড়ির পশ্চিম পার্শে তার কলা বাগানের ডোবা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানান অফিসার্স ইন চার্জ মো: মনিরূল ইসলাম রবিবার জানান যে, এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাওসার মাস্টারের কলাবাগানের একটি ডোবা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে সুরাতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছি।
সুরাতহালের প্রাথমিক রির্পোট অনুযায়ী প্রাথমিক ভাবে নিশ্চিত যে, মেহেদীকে হত্যা করা হয়েছে।তার শরীরে ধারালো অ¯্ররে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের আইনগত ব্যবস্থা চলমান। অভিযোগ পাওয়ার পর আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদ হাসান , কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম ও কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ ঘটনা স্থান পরিদর্শন করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলান প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।