শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মোল্লা মঙ্গলবার দিবাগত রাতে রহমতপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ কন্যা সন্তান সহ বহুগুনগ্রহী রেখে গেছেন।
আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এসময় চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরামুল হক, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস