শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ভ্রাতৃবধু শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর মাতা প্রয়াত শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।গতকাল মঙ্গলবার উপজেলা আ’লীগ ও ভ্রতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে, বারাশিয়া রওজাতুল উলুম মাদ্রসায় চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ও বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধু পরিবারসহ ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি আলহাজ্ব বাদশা মিয়া,সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কেরামত আলী শেখ, প্রচার সম্পাদক এস,এম সোহেল মোল্লা,সহ প্রচার সম্পাদক ও গনমাধ্যম কর্মি শেখর ভক্ত, যুব ও ক্রীড়া সম্পাদক এম,এ খসরু আহম্মেদ উকিল, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজগার আলী মোল্লা, যুবলীগ নেতা বিপ্লব উকিল, নুরইসলাম সিকদার,ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি,সাবেক জিএস রাকিবুল হাসান প্রমুখ।এছাড়া উপজেলার বড়গুনী,মাছুয়ার কুল, চিংগড়ী, কাননচক, শিবপুর, সন্তোষপুর,চরবানিয়ারী, হিজলাসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে শেখ রাজিয়া নাসেরের মৃত্যু বার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                