আর টি হাসান সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ঢাল সড়কি বড় নয় যদি মনের শক্তি বড় না হয়, তাই মনের শক্তিই বড় শক্তি। যখন কোন রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্র উন্নয়নের সর্বোচ্ছ শিখরে পৌছে যায়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আপনারাও পরিবর্তন হন। আপনি কার ঘর ভাংবেন, আপনি কার মাথায় বাড়ি মারবেন? সে তো আপনার প্রতিবেশি, সে তো ভাই। আপনি যখন কোন বিপদে পড়বেন তখন এরাই আপনাকে সাহায্য করবে, আপনি মারা গেলে আপনার লাশের খাটিয়া বহন করবে। আইন কখনও নিজের হাতে তুলে নিবেন না। যদুনন্দী ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা)।
তিনি আরও বলেন, আপনার ঘরে কোন অস্ত্র থাকুক তা আমরা চাই না। বাংলাদেশ আজ মহাকাশে স্যাটেলাইট নিক্ষেপ করেছে। আপনারা সেই দিকে তাকান। এলাকায় শান্তির জন্য দালালী ছাড়ুন। আপনার সন্তানের খোজ খবর নেন। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, তারপরেও সেই কাজটি বেশি করি। সব ধরণের অন্যায় ছেড়ে দেন নিজেকে জানুন নিজেকে ভালবাসুন। আপনার সন্তানকে ভালবাসুন পাশাপাশি শাষন করুন। সব কিছু বাদ দিয়ে আপনারা স্বাভাবিক জীবন-যাপন করবেন। আমরা পুলিশি সেবা দিতে প্রস্তুত আপনারা তা যথাযথভাবে গ্রহন করুন। দল-পক্ষের নামে যদি কোন অরাযগতা সৃষ্টি করতে চান তাহলে সর্বোচ্চভাবে তাকে আইনের আওতায় আনা হবে। যেকোন ভাল কাজে আমি আপনাদের সাথে আছি।
নবকাম পল্লী কলেজের অধ্যাক্ষ মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান, যদুনন্দী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মোল্যা, বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, সাবেক চেয়ারম্যান আঃ রব মোল্যা, বল্লভদী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন প্রমূখ। এছাড়ারও নবকাম পল্লী কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবকাম পল্লী কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান এবিএম মাহবুবুর রহমান।
সালথা থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের আঙ্গিনায় মতবিনিময় সভায়, যদুনন্দী ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়।