1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

চিতলমারীতে কোরবানির জন্য প্রস্তুত ১৪হাজার পশু

শফিকুল ইসলাম সাফা
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৩ জন নিউজটি পড়েছেন।

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

 

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির জন্য চিতলমারীতে প্রস্তুত রয়েছে ১৪ হাজার ৭৭টি পশু। এদিকে এসব পশু নিয়ে ব্যাস্ত সময় পার করছেন খামারিরা। তবে পশু খাদ্যের মুল্য বেশি হওয়ার কারনে এবার কোরবানির হাটে এর বিরুপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

চিতলমারী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পাদ কর্মকর্তা কমলেশ বিশ্বাস জানান , চিতলমারীতে এবছর কোরবানির জন্য ১৪হাজার ৭৭টি পশু প্রস্তুত রয়েছে। যার মধ্যে গরু রয়েছে ৩হাজার ১৬৪টি, মহিষ ১২টি, ছাগল ৭হাজার ৫৩২টি,ভেড়া রয়েছে ২০৪টি। এসব পশু মানুষের বাসা বাড়ি ছাড়াও খামারে লালন পালন করা হচ্ছে।কোরবানি পশু ব্যাবসার সাথে জড়িতদের ধারণা প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশী রয়েছে।চিতলমারীর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট শৈলাদাহ বাজার। এখানে সপ্তাহে ২দিন পশুর হাট বসে।

 

খোঁজ নিয়ে জানাগেছে এসপ্তাহ থেকেই জমে উঠবে কোরবানির হাট।খামারিদের দাবি এবার কোরবানির গরুর দাম চড়া হবে।কারন উৎপাদন খরচ খুববেশী হয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির কারনে পশু পালন কারিদের লাভের পরিমাণ কমার শঙ্কা রয়েছে।তারপরও প্রত্যাশা অনুযায়ী দামের আশা করছেন খামারিরা।এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু প্রস্তুতে ব্যাস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। ব্যাবসায়ী ওকোরবানি দাতাদের মধ্যে হিসাব- নিকাশ শুরু হয়েগেছে। পাড়া মহল্লায় গরু ব্যাবসায়ীদের আনাগোনা ওবেড়েছে। আবার কমদামের আশায় আগে থেকে অনেকে পশুর বায়না করে রাখছে।

 

চিতলমারী উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা আহমেদ ইকবাল জানান, চিতলমারীতে পশু কোরবানির জন্য এবছর চাহিদার তুলনায় অনেক বেশী পশু উদ্বৃত্ত থাকবে। যেহেতু উৎপাদন খরচবেশি, এবার দামও কিছুটা বেশি হবে তবে ক্রয় ক্ষমতার বাইরে যাবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION