1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

আবির রাঙ্গিয়ে চিতলমারীতে দোল উৎসব উৎযাপিত

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪১ জন নিউজটি পড়েছেন।

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলন্বীদের দোল উৎসব। ঠাকুরের মায়ে আবির মাখিয়ে দোল উৎসব শুরু করে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬মার্চ) উৎসবের দ্বিতীয় দিনে আবির রঙ্গে রাঙ্গিয়ে হোলি খেলায় মেতে ওঠে হিন্দু সম্প্রাদায়ের তরুন- তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

চিতলমারীর গোড়া নালুয়া বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে- মন্দিরে হোলি খেলে আনন্দ উৎসব করেন। দোল উৎসবের আনন্দ ভাগাভাগী করতে দেশের বিভিন্ন জেলার ভক্তরা বাংলাদেশ সেবাশ্রমের মন্দিরে ছুটে আসেন। এউৎসব উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নগরকীর্ত্তণ বের হয়। এসময় তারা একে আপরকে আবিরে রং মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
মন্দিরে আসা ভক্তরা বলেন, দোল পূর্ণিমার এ দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সখিদের সাথে রংয়ের আবির দিয়ে খেলায় মেতে ওঠেন।কোথাও এই দোল পূর্ণিমাকেদোল যাত্রা বলে। আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দেরা পূর্ণিমা বলা হয়ে থাকে। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এইদিনটি আবিরে রঙ্গে রাঙ্গিয়েদেওয়ার দিন।

বাংলাদেশ সেবাশ্রম (গোড়া নালুয়া) কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অমিয় বৈরাগী জানান, উৎসবমুখর পরিবেশে শিশু কিশোর তরুণ তরুণী থেকে বৃদ্ধ সবাই পরষ্পরকে আবির মাখিয়েমেতে উঠেনদোল উৎসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION