1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

পিরোজপুরে জেলেদের জন্য ৩০২ মেট্রিক টন চাল বরাদ্ব

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৯১৮ জন নিউজটি পড়েছেন।

নাজিরপুর প্রতিনিধিঃ

 দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ গতকাল রাত ১২টা থেকে বন্ধ হওয়ায় উপকূলীয় জেলা পিরোজপুরের বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা প্রদানের জন্য ৩০২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। মাছের প্রজনন বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ বন্ধ থাকবে।

এ সময় মৎস্য আহরণে বিরত থাকা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ জেলার ৫ হাজার ৩শত ৯৩ জন জেলেকে ১ম কিস্তির বরাদ্দের ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ৫৬ কেজি করে চাল দেয়া হবে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এর ঐকান্তিক প্রচেষ্টা ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বরাদ্দ করেছে বলে একটি সূত্রে জানা গেছে।

পিরোজপুর সদর উপজেলায় ১ হাজার ৪৮ জনকে ৫৮.৬৮৮ কেজি, নেছারাবাদে ১৩৩ জনকে ৮ হাজার ৮ কেজি,ইন্দুরকানীতে ৭১১ জনকে ৩৯ হাজার ৮১৬ কেজি,মঠবাড়িয়ায় ২ হাজার জনকে ১১২.০০০ কেজি, নাজিরপুরে ৩০৯ জনকে ১৭.৩০৪ কেজি,ভান্ডারিয়ায় ৯৯০ জনকে৫৫.৪৪০কেজি, কাউখালীতে ১৯২ জনকে ১০.৭৫২ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।

পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক নবধারা কে জানান, অবিলম্বে এ চাল বিতরণ কর্মসূচি শুরু হবে।পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী নবধারা কে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION