Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দরগাহপুরে বাঁধ ছিদ্র করে লোনা পানি উত্তোলনের অভিযোগ, চাষীদের হুঁশিয়ারি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
জানুয়ারি ৫, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও চাষীরা বিষয়টি কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন চাষী অভিযোগে উল্লেখ করেছেন, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে তারা দো-ফসলী ধান চাষ করে আসছেন। এ জমি থেকে উৎপাদিত ফসলের মাধ্যমে তারা বাৎসরিক খাদ্য জোগান নিশ্চিত করেন এবং অতিরিক্ত ফসল বিক্রি করে সংসার চালান।

চাষীরা অভিযোগ করেছেন, স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধে ছিদ্র করে ভিতরে লোনা পানি উত্তোলন করছেন। চাষীদের দাবি, এভাবে লোনা পানি প্রবেশ করলে মিষ্টি পানির ধানক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবেশও ক্ষতিগ্রস্থ হবে।

চাষীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মিষ্টি পানির দো-ফসলি জমি লবণাক্ত পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।