Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কর্মময় জীবন ও দিকদর্শন অমরত্বের প্রতীক: নার্গিস বেগম

যশোর প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে জেলা বিএনপির আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “খালেদা জিয়া দেশের মানুষের জন্য শান্ত গৃহকোণ থেকে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তার জীবন ছিল কর্মময় ও দিকদর্শনপূর্ণ, যা তাকে অমরত্ব এনে দিয়েছে। গণতন্ত্রের বিজয় ও দেশের মানুষের স্বার্থে তিনি কখনো আপোষহীন ছিলেন।”

শোকসভায় তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনীতির মূল স্লোগান ছিল ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। তিনি দেশ ও জাতির স্বার্থে সর্বদা অঙ্গীকারবদ্ধ ছিলেন। পররাষ্ট্রনীতিতে তিনি সমমর্যদায় প্রতিবেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন।”

অধ্যাপক নার্গিস বেগমের বক্তব্যে উঠে আসে, খালেদা জিয়া মাত্র দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পাঁচটি আসনে নির্বাচন করে একাধিকবার বিজয়ী হওয়ার রেকর্ড গড়েন। তার আমলে অর্থনীতি শক্তিশালী হয়, নারীদের সুরক্ষা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়।

শোকসভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ন্যাপের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট এনামুল হক, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌল্লা সহ অনেকে। দোয়া পরিচালনা করেন দড়াটানা মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ কাশেমী।

শোকসভায় বক্তারা unanimously খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এক অভিভাবক হিসেবে বর্ণনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।