Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বোরোধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

MEHADI HASAN
মে ৭, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:

চিতলমারীতে এবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে। ঘরে ঘরে কৃষকের মুখে হাসি ফুটেছে। বোরো আবাদে লক্ষমাত্রা ছাড়ে গেছে। গতবারের চেয়ে ২৩০ হেক্টর বেশি জমিতে এবার বোরো আবাদ হয়েছে। উপজেলায় এবছর ১১হাজার ২শ’ ৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছিল।

চাবাদের পরিবেশ অনুকুলে থাকায় লক্ষমাত্রার চেয়ে ২৩০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে বোরোধান।এবছর চিতলমারী উপজেলায় ৫৭হাজার ১৫৩ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার বলেন,আবহাওয়া আনুকুলে থাকায় এবং কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনায় এউপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ হয়েছে। এবং উৎপাদনও ভাল হয়েছে।কিছুদিন আগে হিটশকে প্রায় ২শ হেক্টর জমির ধান পুড়ে চিটা হয়েগেছে। তারপরও আবহাওয়া ফিবার করায় অধিকাংশ কৃষকের ধান কেটে ঘরে তোলা হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।