Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় প্রথম খবরের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় উত্তর জনপদের বহুল প্রচারিত স্বনামধন্য দৈনিক প্রথম খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. সুফিয়া সুলতানা সরদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোছা. আফসানা জাহান কাকলী এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম ও মো. মাসুদ আলম।

অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস বসুনিয়া, দৈনিক মানব জমিন প্রতিনিধি মো. মনিরুল ইসলাম মিন্টু, দৈনিক আখিরা প্রতিনিধি জুলহাস হোসেন সোহাগ, দৈনিক কালবেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

দৈনিক প্রথম খবরের কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রথম খবর ১৪ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা ঘটনা জনসম্মুখে তুলে আনছে। সত্যবাদিতা, নির্ভীকতা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি সমাজের দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও দেশের উন্নয়নে এ ধরনের দায়িত্বশীল কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা করা হয় এবং দেশের কল্যাণ ও প্রথম খবর পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।