Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

Link Copied!

ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, এডভোকেট গুলজার হোসেন খন্দকার, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস, তুষার মধু, সমর চঁাদ মৃধা, সোনালী ব্যাংক লিমিটেডের ঘাঘর শাখার ব্যবস্থাপক জয়ন্ত পাল বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, গ্রামীণ জনগোষ্ঠী যাতে সহজেই ব্যাংকের লেনদেন করতে পারে সে লক্ষ্যেই আমাদের এই জনপদে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হলো। আশা করি এ জনপদের মানুষ এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।